Simrin Lubaba বাংলাদেশের জনপ্রিয় শিশুশিল্পী এবং অভিনেতা আব্দুল কাদের সাহেব এর আদরের নাতনি।

তার মার নাম জাহিদা ইসলাম ও বাবার নাম শফিউল আজম।

২০২০ সালে অভিনেতা আব্দুল কাদের মারা যাওয়া নিয়ে গুজব সৃষ্টি হলে তার বিরুদ্ধে প্রথম মিডিয়াতে দেখা যায় লুবাবা কে।

লুবাবার বাচনভঙ্গি এবং স্পষ্ট মিষ্টি কথা দর্শক এর খুবই পছন্দ হয় এবং খুব অল্প সময়ে মিডিয়াতে জায়গা করে নেয় লুবাবা।

সিমরিন লুবাবা তার পিতামাতার দ্বিতীয় সন্তান। তার একটি বড় ভাই আছে নাম সাদমান এহসাস।

Lubaba ৪ বছর বয়সে টিভি ক্যারিয়ার শুরু করেছিলেন । প্রথমে বাটা জুতার বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি।

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলে (এসইএমএস) ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করেন লুবাবা।

লুবাবার প্রথম অডিও কভার গান ‘মানিকে মাগে হিতে’ বেশ সাড়া ফেলেছিল নেট দুনিয়াতে।