চীনে লঞ্চ হতে যাচ্ছে OnePlus 12। ৪ ঠা ডিসেম্বরের মধ্যে launch হবে ফোনটি চায়না বাজারে, এবং এর কয়েক সপ্তাহ পরে এটির বিশ্বব্যাপী লঞ্চ হবে তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ জানা যায়নি।
OnePlus 12 SmartPhone launch Date Leaked
ওয়ান প্লাস তার পূর্বের ফোন গুলোর মতো, OnePlus 12 অনবোর্ডে আনবে লেটেস্ট ফ্ল্যাগশিপ অর্থাৎ Snapdragon 8 Gen 3 SoC যা বারবার AnTuTu-তে ২ মিলিয়ন পয়েন্টের উপরে স্কোর করে তার প্রতিযোগীদেরকে ছাড়িয়ে গিয়েছে। এবং অপারেটিং সিস্টেমে আছে, Android 14-যাতে চলবে OxygenOS 14।
সম্ভাব্য স্পেসিফিকেশন | Full specification |
Display (ডিসপ্লে) | 6.3 inches |
RAM (র্যাম) | 8 GB, 12 GB |
Processor (প্রসেসর) | Snapdragon 8 Gen 3 SoC |
ROM / Storage (রম / স্টোরেজ) | 256GB of UFS 4.0 |
Refresh Rate (রিফ্রেশ রেট) | 120 Hz |
Rear Camera (পিছনের ক্যামেরা) | 50 MP Sony IMX9xx sensor+50 MP ultrawide+64 MP telephoto |
Selfie camera (সেলফি ক্যামেরা) | 32 MP |
Battery (ব্যাটারি) | 5,400 mAh |
Charger (চার্জার) | 100W |
Operating System (অপারেটিং সিস্টেম) OS | Android 14, OxygenOS 14 |
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।