শনিবার ৪ নভেম্বার২০২৩ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ৩৫ তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বল নিয়ে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় পেসার শাহীন আফ্রিদি।
STREAK BROKEN AT THE CHINNASWAMY STADIUM
Shaheen Afridi has gone wicketless for the first time in 24 ODIs – he also bowled the most expensive spell for Pakistan in the World Cup.#PAKvsNZ
— VINEETH𓃵🦖 (@sololoveee) November 4, 2023
রচিন (১০৮ রান) এবং অধিনায়ক উইলিয়ামসনের (৯৫ রান) ব্যাটিং এ ব্ল্যাকক্যাপস তাদের ৫০ ওভারে ৪০১/৬ এর বিশাল রানের টার্গেট দিয়েছে পাকিস্তানকে। সব থেকে বাজে বোলিং করেছেন শাহীন আফ্রিদি যিনি তার ১০ ওভারে ৯০ রান দিয়েছেন এবং একটি উইকেটও পাননি। এছাড়া হাসান আলি – ৮২ ও হারিস রফ – ৮৫ দিয়েছেন।
Visual representation of *Match tou warrr gaya* #PAKvsNZ pic.twitter.com/Mgle49w6UD
— عاقد (@aquidtweets) November 4, 2023
Shaheen Afridi এর গত ২৪টি ওডিআই ম্যাচে প্রথমবারের মতো উইকেটহীন বোলার হিসেবে ম্যাচ খেললেন এবং সব থেকে বেশি রান দিয়েছেন। শাহীন আফ্রিদি এবং হারিস রউফের পাকিস্তানি খেলোয়াড় হিসেবে আরেকটি খারাপ দিন পাড় করলেন।
ওয়ানডে ম্যাচে পাকিস্তানি বোলারের হিসেবে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি সাবেক পেস বোলার ওয়াহাব রিয়াজের দখলে। তিনি ২০১৬ সালে নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ১১০ রান দেন। যদিও পাকিস্তানের দাবি তাদের বোলিং ওয়ার্ল্ড ক্লাস।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।