ICC World Cup 2023 বাংলাদেশ বনাম পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের দিন ভারতীয় সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী হিন্দি ধারাভাষ্যে ছিলেন এবং বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে মজার ছলে বলেই ফেলেন যে, বাংলাদেশ টিম খেলতে নামার আগে লটারি করে কে আগে আসবে ব্যাটিং করতে আর কে পরে। তিনি আরও ক্ষোভ করেন যে সাকিব আল হাসান এত ভালো প্লেয়ার সে কোন দিন ৬ নাম্বার এ ব্যাটিং করে কোন দিন ৭ এ। প্রতি ম্যাচে এদের ব্যাটিং লাইনআপ বদলে যায়।
পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে যখন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং এ নামেন ঠিক তখন হিন্দি ধারাভাষ্যে রবি শাস্ত্রী এই মন্তব্য করেন।
Ravi Shastri in commentary: 🗣️
“ Ye Bangladesh team match se pehle chitti bana ke matke me daalte hain aur fr jiska ata hai uske hisab batting order banate hain.” #PAKvBAN pic.twitter.com/tSADZsSetL
— 12th Khiladi (@12th_khiladi) October 31, 2023
বাংলাদেশ এবার বিশ্বকাপে তাদের ব্যাটিং অর্ডার বারবার পরিবর্তন করেছে। মেহেদি হাসান মিরাজ টপ অর্ডার থেকে লোয়ার অর্ডারে চলে গিয়ে বিভিন্ন পজিশনের খেলছেন। মাহমুদউল্লাহ ভালো খেললেও লাইনআপে ৮ নম্বরে শুরু নামছিলেন।
Ravi Shastri সাবেক ইন্ডিয়ান ক্রিকেট খেলোয়াড় এবং ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ। তিনি ১৯৮১ থেকে ১৯৯২ সালের মধ্যে ভারত জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট ম্যাচ এবং একদিনের আন্তর্জাতিক উভয় ম্যাচেই খেলেছেন।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।