বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে ভারতে। দলের সাথে আছে দলের সব থেকে অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। এই ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করতে না পারলেও ভালো খেলছেন মাহমুদুল্লাহ।
View this post on Instagram
খেলার ফাঁকে খেলোয়াড় রা সুযোগ পাচ্ছেন ইন্ডিয়া ঘুরে ফিরে দেখার। সেই সুবাদে মাহমুদুল্লাহ রিয়াদ ঘুরে দেখলেন তার ব্যবহৃত SF Bat এর ফ্যাক্টরি। STANFORD CRICKET অত্যন্ত উচ্চ মানের ক্রিকেট সরঞ্জাম উতপাদন করে থাকে। অনেক নাম করা খেলোয়াড় SF Bat ব্যবহার করে থাকেন। Stanford Cricket Industries টি অবস্থিত ভারতের মিরাট, উত্তরপ্রদেশে।
আপনারা যারা Mahmudullah Riyad এর খেলা নিয়মিত দেখেন খেয়াল করলে দেখবেন তিনিও এস এফ ব্যাট ব্যাবহার করে থাকেন। মাহমুদুল্লাহ তার সোশ্যাল মিডিয়া তে বিষয় টি শেয়ার করেছেন তার ভক্তদের সাথে।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।