জনপ্রিয় খেলা ক্রিকেট এর জন্ম দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে। ক্রিকেট খেলাকে ভদ্র লোকের খেলা বলা হয়ে থাকে। এই ইংল্যান্ড ক্রিকেট দলেরই ওয়ান ডে ইতিহাসে কিছু লজ্জা জনক হার এর লিস্ট দেয়া হল এই পোস্টে।
১। ১৮ নভেম্বর, ২০০৩ এ শ্রীলঙ্কার ডাম্বুলাতে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে ৮৯ রানের টার্গেট দেয় ইংল্যান্ড ক্রিকেট টিম। তার জবাবে শ্রীলঙ্কা মাত্র ১৩.৫ বলে কোন উইকেট না হারিয়ে ৮৯ রান করে ১০ উইকেট এ ম্যাচ জিতে নেয়।
২। ০৩ সেপ্টেম্বর, ১৯৭৪ এ বার্মিংহামে পাকিস্তানকে মাত্র ৮১ রানের টার্গেট দেয় ইংল্যান্ড ক্রিকেট টিম। এর জবাবে পাকিস্তান দল মাত্র ১৮ ওভারে ৮৪ রান করে ৮ উইকেট এ ম্যাচ জিতে নেয়।
৩। ০৫ ফেব্রুয়ারি, ১৯৮৩ এ পার্থে বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজ কাপ এ নিউজিল্যান্ডকে মাত্র ৮৮ রানের টার্গেট দেয় ইংল্যান্ড ক্রিকেট টিম। এর জবাবে নিউজিল্যান্ড দল ২০.৩ ওভারে ৮৯ রান করে ৭ উইকেট এ ম্যাচ জিতে নেয়।
৪। ১২ জুলাই ২০২২ এ ওভালে ২৫.২ বলে ইংল্যান্ড টিম মাত্র ১১০ রানে অল আউট হয় ইন্ডিয়া টিম এর কাছে। জবাবে মাত্র ১৮.৪ বলে কোন উইকেট না হারিয়ে ১১৪ রান করে ১০ উইকেট এ জিতে যায় ইন্ডিয়া। ১৯ রান দিয়ে ৬ উইকেট তুলে ম্যান অফ দা ম্যাচ হয় যশপ্রীত বুমরাহ।
৫। ২০২৩ ইন্ডিয়া বিশ্বকাপে ২১ অক্টোবর এর মাচে সাউথ আফ্রিকার দেয়া ৪০০ রানের টার্গেট এ খেলতে নেমে ২২ ওভারে মাত্র ১৭০ রান করে অল আউট হয় ইংল্যান্ড ক্রিকেট টিম।
৬। ২০২৩ ইন্ডিয়া বিশ্বকাপে ১৫ অক্টোবর এর মাচে আফগানিস্তান ২৮৪ রানের টার্গেট দেয় ইংল্যান্ড টিমকে। তার জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪০.৩ বলে ২১৫ রান করে অল আউট হয় ইংল্যান্ড। আফগানিস্তান ৬৯ রানের জয় পায় ম্যাচটিতে।
(সুত্রঃ espncricinfo.com) ২০২৩ ইন্ডিয়া বিশ্বকাপে ইংল্যান্ড ক্রিকেট দল ২ টি ম্যাচ লজ্জা জনক হার এর শিকার হয়।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।