India কে ৫ উইকেটে হারিয়ে Australia জিতে নিল তাদের ৬ষ্ঠ ICC Cricket World Cup 2023। আজ ১৯ নভেম্বার ২০২৩ আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ICC 2023 Cricket World Cup এর ফাইনাল খেলা।
Australia win their 6th ICC 2023 Cricket World Cup against India
এবার ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া টসে জিতে ভারত কে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। ভারত ক্রিকেট দল ব্যাট করতে নেমে ৫০ ওভারে করে ২৪০ রান। ভারত দলের হয়ে সর্বোচ্চ রান করেন KL Rahul ৬৬ এবং Virat Kohli করেন ৫৪ রান।
এদিকে অস্ট্রেলিয়া ২৪০ রান টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুতে David Warner, Mitchell Marsh ও Steve Smith এর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। কিন্তু Travis Head এবং Marnus Labuschagne জুটি বেধে অস্ট্রেলিয়ার সেই চাপ সামলান।
Travis Head এর ১৩৭ রান এবং Marnus Labuschagne এর ৫৮ রানের সুবাদে ৬ উইকেটে জয় পায় Australia।
এবার ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার ১৩তম আসর ছিল। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপটি অনুষ্ঠিত হয় ভারতে। ৫ অক্টোবর শুরু হয়ে, ১৯ নভেম্বর শেষ হল আসরটি। এর আগে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপটি আয়োজন করে ইংল্যান্ড এবং ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।