Angelo Mathews আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম খেলোয়াড় এর উপাধি পেয়েছেন আজ। আজ ৬ নভেম্বার ২০২৩ দিল্লিতে তিনি মাঠে ব্যাটিং এ নেমে হেটে আসতে সময় নেন এবং হেলমেট এ ত্রুটি থাকার কারনে সেটা পরিবর্তন করতে বলেন। আজ ছিল 2023 ICC Cricket World Cup এর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ।
Angelo Mathews Time Out Issue by Sakib
পরবর্তীতে আইসিসি খেলার শর্তানুযায়ী দুই মিনিটের মধ্যে তার প্রথম বলের মুখোমুখি হতে না পারায় বাংলাদেশ এর ক্যাপ্টেন সাকিব আল হাসান আম্পাইর এর কাছে টাইম আউট এর আবেদন করলে ICC এর নিয়মে অ্যাঞ্জেলো ম্যাথুসকে আউট দেয়া হয়। যা ক্রিকেট ইতিহাসে এই প্রথম।
ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে যখন সাকিব আল হাসান সবেমাত্র Sadeera Samarawickrama কে আউট করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম ক্রিকেটার হলেন ম্যাথুস।
এই নিয়েই চটেছেন বাংলাদেশি অভিনেত্রী Tanjika Amin। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন আমি লজ্জিত কারন এই না যে আমার দেশ বিশ্বকাপে খারাপ খেলছে আমি লজ্জিত কারন সাকিব এর মত খেলোয়াড় এমনটা করলো।
শুধু তানজিকাই নয় মিডিয়া এবং মিডিয়ার বাইরে এমনকি দেশের বাইরের সকলেই সাকিবের এমন আচরণ কে মেনে নিতে পারছেন না। অনেকে সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ করেছেন। আসলে এখানে Mathews এর দোষ ছিল না কারন মাঠে নেমেই তিনি লক্ষ করেন তার হেলমেট এর বেহাল দশা, সেটিকে পরিবর্তন করতে চেয়েছিলেন তিনি।
No sportsman ship shown by Bangladesh team.#AngeloMathews #BANvsSL #Shakib pic.twitter.com/eKprOZgN1o
— CrickFlicks (@CrickFlicks) November 6, 2023
আরও পড়ুনঃ লাস্যময়ী অভিনেত্রী Tanzika Amin এর অজানা তথ্য
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।