আজ ২৩ অক্টোবর ২০২৩, চেন্নাই এর MA Chidambaram Stadium এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেই। বাবার আজাম এর ৭৪ ও আব্দুল্লাহ সফিক এর ৫৮ রানের এর সাথে পাকিস্তান দলের শেষ সংগ্রহ দাড়াই ৭ উইকেটে ২৮২ রান।
এদিকে ব্যাট করতে নেমে আফগান ক্রিকেট দলের রহমতুল্লাহ গুরবাজ করেন ৬৫ রান, ইব্রাহিম জাদ্রান করেন ৮৭ রান এবং অপরাজিত রহমত শাহ ৭৭ ও হাস্মাতুল্লাহ সাহিদি বাক্তিগত ৪৮ রান করে আফগানিস্তান দল কে জয় এনে দেন ৮ উইকেট এর। এই বিশ্ব কাপে প্রথমে ইংল্যান্ড এবং আজ পাকিস্তান কে হারালো আফগানিস্তান ক্রিকেট দল।
পাকিস্তান ক্রিকেট দল আফগানিস্তান ক্রিকেট দল এর কাছে ৮ উইকেট এ হেরেছে।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.