আজ ৪ নভেম্বার ২০২৩ Cricket World Cup এর ২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে।
১ম ম্যাচ টি নিউজিল্যান্ড বনাম পাকিস্তান অনুষ্ঠিত হবে ভারতের বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল ১১ টায় খেলাটি শুরু হবে। ২০২৩ বিশ্বকাপ পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড আছে ৪ এ এবং পাকিস্তান আছে ৬ এ। ইতি মধ্যে ম্যাচ টিতে পাকিস্তান টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। কিওি ক্যাপ্টেন কেন ওয়িলিয়ামসন ইনজুরি থেকে ফিরেছেন দলে।
Kane Williamson returns for New Zealand as Pakistan win the toss and elected to field 🏏
Who’s winning this crucial #CWC23 clash?
#NZvPAK 📝: https://t.co/ujvsnR9fXB pic.twitter.com/ascAle2L0D
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 4, 2023
২য় ম্যাচ টি হবে ক্রিকেট এর চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সকাল ২.৩০ মিনিটে খেলাটি শুরু হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আহমেদাবাদ, ভারত। ২০২৩ বিশ্বকাপ পয়েন্ট টেবিলে ইংল্যান্ড আছে ১০ এ এবং অস্ট্রেলিয়া আছে ৩ এ।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।Two thrilling matches with major #CWC23 semi-final implications 🏆
Who are you cheering for?#CWC23 | #NZvPAK | #ENGvAUS pic.twitter.com/JZnUmdhHbP
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 4, 2023