একটি সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে ডিগবাজি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হন বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান। এরপর থেকে যে অনুষ্ঠানে যাচ্ছেন সেখানেই ডিগবাজি দিয়ে যাচ্ছেন এই নায়ক।
জায়েদ খান এর ডিগবাজি
এবার ডিগবাজি দিয়ে যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে যাওয়ার হুমকি দিলেন জায়েদ খান।
সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় চরকি-তে মুক্তি পেতে যাচ্ছে Something Like An Autobiography সিনেমাটি। এবার এই সিনেমার প্রোমোশন করতে গিয়ে ডিগবাজি দিলেন জায়েদ খান। শুধু ডিগবাজি দিয়ে ক্ষান্ত হননি Zayed Khan রীতিমত ডিগবাজি দিয়ে যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে যাওয়ার হুমকি দিলেন জায়েদ খান।
তিনি বলেন ৩০ নভেম্বর সবাইকে চরকিতে চোখ রাখতে হবে, এদিন যদি দর্শক Something Like An Autobiography সিনেমাটি না দেখে তাহলে যেকোনো সময় ডিগবাজি দিয়ে যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে যাবেন তিনি। এসময় তিনি আরও বলেন যে ডিগবাজী দিতে পারে সে কাপড় পরেও পারে কাপড় ছাড়াও পারে।
এই ভিডিওতে আরও উপস্থিত ছিলেন জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, নাসির উদ্দিন খান, মারজুক রাসেল ও আশুতোষ সুজন এবং মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমার প্রচারে মজা করেই বানানো হয়েছে ভিডিওটি।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।