দারাজের অনুষ্ঠানে এসে দারাজ এবং উপস্থাপক কে রোস্ট করলো ক্রিকেটার তামিম ইকবাল খান।
সম্প্রতি দারাজে চলছে ১১:১১ এর সব থেকে বড় সেল এর ইভেন্ট। এই ১১:১১ ইভেন্ট কে প্রোমট করার জন্য অনেক সেলেব্রিটি দের কে দারাজ লাইভ এ এনে তাদের বেস্ট ডিল গুলো প্রচার করে। তেমনই এক লাইভ শো তে দারাজ এবং উপস্থাপক আমিন হান্নান এবং রাফসান সাবাবকে রোস্ট করলেন তামিম।
Tamim Iqbal Roast Daraz and Hosts
দারাজ কে রোষ্টঃ তামিম কে রেডমি ১২ সি এর ডিসকাউন্ট প্রাইস গেস করতে বলা হয়। Tamim Iqbalগেস করে মোবাইল টির দাম হবে ৯,৪৯৯ টাকা কিন্তু মোবাইল টির মার্কেট প্রাইস ১১,৭৫৪ টাকা থেকে কমিয়ে ১১,২৯৯ টাকা করেছিল Daraz Bangladesh। যা মার্কেট প্রাইস থেকে মাত্র ৪৫৫ টাকা কম। তখন তামিম বলে ফেলে এটা আবার গ্রেট ডিল হইল কেমনে। তখন উপস্থাপক আমিন হান্নান তামিম এর এই কথা কে কভার করার চেষ্টা করলে তামিম বলেন এটা একটা ভালো নাটক। মাত্র ৪৫৫ টাকা কমিয়ে আপনারা কিভাবে এটাকে গ্রেট ডিল বলেন। যা শুনে উপস্থাপক হেসে ফেলেন।
উপস্থাপক কে রোস্টঃ তামিম কে উপস্থাপক Amin Hannan Chowdhury এবং Rafsan Sabab প্রশ্ন করেন আপনার প্রথম ক্রিকেট থেকে ইনকাম কত ছিল? তখন তামি বলেন তিনি চিটাগং লিগে ব্রাদারস এর জন্য খেলে ২৫,০০০ টাকা পেয়েছিলেন। তখন উপস্থাপক আমিন হান্নান বলেন আমরা এখনও এত টাকা ইনকাম করতে পারি না। তখন Tamim Iqbal বলেন যেভাবে কাজ করছেন পাবেন ও না।
View this post on Instagram
এভাবেই মজার ছলে ওই লাইভ অনুষ্ঠানটি শেষ করেন তামিম ইকবাল খান এবং উপস্থাপক আমিন হান্নান এবং রাফসান সাবাব।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।