২০২৪ এ আসতে চলেছে অনন্য মামুন এর পরিচালিত বাংলা ভাষার সিনেমা দরদ। যেখানে অভিনয় করছেন শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, মিশা সওদাগর ও আরও অনেকে।
ভারতে ২০ দিনের মতো শুটিংয়ের পর শেষ হলো শাকিব খানের দরদ সিনেমার ভারত অংশের শুটিং। শাকিব এবং সোনাল কে রোম্যান্টিক পোজে দেখা যাচ্ছে ছবিটিতে।
বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় ৩০টির বেশি দেশে Dard মুক্তি পাবে ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
সোনাল চৌহান বলিউড অভিনেত্রী, যিনি ইমরান হাসমির সাথে Jannat: In Search of Heaven (জান্নাত) মুভিটির জন্য ব্যাপক ভাবে জনপ্রিয়।
পরিচালক অনন্য মামুন তার ফেসবুক পেজ থেকে একটি ছবি আপলোড করছেন। যেখানে তার ক্যাপশন ছিল
এই ভাবাও, এই ভাসাও, বুকের ই মাঝে হারাও..
বালাম ভাই, জাহিদ আকবর। ফাটিয়ে দিয়েছেন…
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের Eskay Movies, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।