সম্প্রতি বাংলাদেশি উপস্থাপক রাফসান সাবাব সোশ্যাল মিডিয়া তে তার (সাবাব) বিবাহ বিচ্ছেদ এর ঘোষণা দেওয়ার পর জেফার এর নাম সামনে আশে। অনেকে গুজব ছড়াচ্ছেন জেফার এবং সাবাব এর প্রেমের সম্পর্কের জের ধরে সাবাবের এই বিবাহ বিচ্ছেদ হয়েছে।
Rafsan Sabab Xefer Rahman Bangla News
সামাজিকমাধ্যমে দাবি করা হচ্ছিল, জেফারের সঙ্গে সম্পর্কের কারনে রাফসান বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন। এই গুঞ্জন আরও বাড়িয়ে দেয় রাফসানের স্ত্রী এশার বক্তব্যে। সাবাব এর স্ত্রী এশা বলেছেন, অনুমতি ছাড়া এমনকি ডিভোর্স লেটারে সাবাব এর স্ত্রীর স্বাক্ষর ছাড়াই রাফসান বিচ্ছেদের ঘোষণা দিয়েছে।
Xefer Rahman এর দাবি, রাফসানের সঙ্গে তার সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। তিনি আরও বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে যা পড়বেন, তাই বিশ্বাস করবেন না। কেউ একজন এসে অভিযোগ তুলল কোনো প্রমাণ ছাড়াই, এর মানে এই নয় যে সেটা বিশ্বাস করতে হবে।
২০২০ সালের অক্টোবর মাসে ডাক্তার সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান । ৩ বছর সংসারের পর ২০২৩ এর নভেম্বার মাসে এসে সম্পর্কের ইতি টানেন তাঁরা ২ জন। তিনি নিজেই তার ফেসবুক পেজ এ পোস্ট করে বিষয় টি নিশ্চিন্ত করেছেন।
(সুত্রঃ www.rtvonline.com)
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।