বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু জনপ্রিয় উক্তি ও বাণী যা আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন।
একনজরে
- বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণামূলক উক্তি
- বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উক্তি
- বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের দু:খ নিয়ে উক্তি
- বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রেমের উক্তি
- বাংলায় চোখ নিয়ে রবীন্দ্রনাথের উক্তি
- বাংলায় নারীকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
- বাংলায় সত্যের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
- বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্বের উক্তি
- বাংলায় প্রকৃতির উপর রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
- জীবন সম্পর্কে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণামূলক উক্তি
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেস তৃণসম দহে।
যথার্থ অধিকার থেকে মানুষ নিজের দোষে ভ্রষ্ট হয়।
আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না।
নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নাই।
মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।
বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উক্তি
সংগীত আর কিছু নয় – সর্বোৎকৃষ্ট উপায়ে কবিতা পাঠ করা।
বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের দু:খ নিয়ে উক্তি
আছে দু:খ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে…
কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে।
বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রেমের উক্তি
জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয় কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয়।
বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উলটো পিঠে।
আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।
মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে।
প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।
তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।
প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।
বাংলায় চোখ নিয়ে রবীন্দ্রনাথের উক্তি
প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
বাংলায় নারীকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রমণীর মন সহস্রবর্ষেরই, সখা, সাধনার ধন।
স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না।
বাংলায় সত্যের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।
পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ।
আমরা কথার অধীন, প্রধার অধীন অসংখ্য প্রবৃত্তির অধীন।
নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।
বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্বের উক্তি
অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না।
কত বড়ো আমি’ কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।
গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।
আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।
বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না।
সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকে না – তরকারীতে লঙ্কামরিচের মত।
বাংলায় প্রকৃতির উপর রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি।
শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই।
জীবন সম্পর্কে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
কাহারও হাসি ছুরির মতো কাটে, কাহারও হাসি অশ্রুজলের মতো।
অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ম হইয়া উঠে।
ভয়ের তাড়া খেলেই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকাতে চেষ্টা করে।
সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহুর্তে সময় নেই।
ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?
মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।অক্ষমের লোভ আলাদিনের প্রদিপের গুজব শুনলেই লাফিয়া উঠে।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.