লালন শাহ (Lalon Shah) সাঁইজির কিছু বিখ্যাত উক্তি ও বাণী বা Quote এই খানে তুলে ধরা হল।
একনজরে
লালন শাহ এর উক্তি ও বাণী – Quote by Lalon Shah
লালন ফকির ভেবে বলে দেখলাম মরা ভাসে মরার ঘাটে। সে খোঁজে প্রাণভরে; দীনবন্ধু প্রাণসখা দেখা দাও মোরে।
আছে রূপের দরজায়, শ্রীরূপ মহাশয় রাগের তালাচাবি তাঁর হাতে সদাই।
আমি মনি হারা ফনির মতন; হারা হলেম দিন নিধনে আমি হারা হলেম দিন নিধনে।
মোল্লা মেরে কাল্লা কাটে জানাজা পড়ায়।
রসিক সুজন ভাইরে দুইজন বসে আছ কার আশে, তোর বাড়িতে অতিথ এল দুই ছেলে আর এক মেয়ে।
বেঁজো নারীর ছেলে ম’লো এ কী হলো দায় মরা ছেলের কান্না দেখে মোল্লাজী ডরায়।
অন্ধকারে আর ধন্ধকারে আর ছিলো কুত্তকারে।
সদাই থাকে রুপ বদনে; রুপের মালা হৃদয়ে গেঁথে ভাসে প্রেমসাগরে।
লালন বলে ম’লাম জ্বইলে ম’ লাম আমি নিশিদিনে।
মরার যখন মাংস পচে তিনজনাতে বসে হাসে, অন্য লোকে ঘৃনা করে লালন তুলে নেয় কোলে
দাই মেরে ফয়তা করে নাপিত মেরে শুদ্ধ হয়রে।
নয়ন চাঁদ প্রসন্ন যাঁর সকল চাদ দৃষ্ট হয় তার হয়রে।
কেবা তাঁর দোসর, পায় সে খবর খোদার অঙ্গ কে খণ্ড করিলে।
মরা যখন কবরে নেয় তিনটি সন্তান তার তখন হয়, তিনজনা তিন দেশেতে যায় মরা লাশ ফেলে রেখে।
লালন শাহ এর উক্তি ও বাণী
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়।
তোরা দেখ নারে মন দিব্য নজরে। চারি চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।
ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা।
শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা… বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে এই ভুবনে….।
গাছের ছিলো চার ডাল হলো হাজার সাল, এক এক ডাল, কি হাল ছিলো তাঁর এতোই দূরে।
সে চাঁদেতে চাঁদের আসন রেছেছে ঘিরে।
ভবের পর এক সতী ছিল বিপাকে সে মারা গেল, মরার পেটে গর্ভ হল এই ছিল তার কপালে।
ভেবে কয় লালন, সে হয় কোনজন কারে দেখলেন সাঁই নয়ন খুলে।
যে জন অনুরাগী হয়, রাগের দেশে রয় রাগের তালা খুলে সে রূপা দেখতে পায়।
অধীন লালন বলে বিপদ আমার গুরুচাঁদকে ভুলে।
আছে রূপের দরজায়, শ্রীরূপ মহাশয় রাগের তালাচাবি তাঁর হাতে সদাই।
যে জন পঞ্চতত্ত্ব যজে লীলারূপে মজে সেই জানে রসিক রাগের ধারা।
Some quotes and sayings of Lalon Shah as Captions
শ্রীরূপ অনুগত যে হবে, তালা চাবি পাবে লালন বলে অধর ধরেছে তারা।
না ছিল আসমান জমিন পবনপানি সাঁই তখন নিরাকারে।
আব, আতশ, খাক, বাত কিসে গড়ে বলো গুরু সত্য করে, হাওয়া পবন এলো কোন কারে পানির জন্ম হয় কিসে।
অধিন লালন ভেবে বলে পেলাম না তোমার দিশে।
স্বরপের ঘরে অটলরূপ বিহারে চেয়ে দেখ না তোরা।
আমি শুনবো কথা তোমার তরে তাঁর উপরে কে আছে বসে।
সত্তর হাজার সাল ধরে গাছের পরে সাধন করে, বারিতলায় হুকুম হলো, নসূর ঝরিল ঝরিয়ে দুনিয়া সৃষ্টি করে।
সাঁই আমার অটল পদার্থ নাইরে তাঁর জরাত।
শুনি ঘাড়ের উপরে মানুষ মুর্শিদরূপে রয়েছে।
এলাহি আল আলমিন, সিদরাতুল একিন কুদরতি গাছ পয়দা করে।
ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানজাতি গোত্র নাহি রবে। এমন সমাজ কবে গো সৃজন হবে।
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়।
যে করে কালার চরণের আশা জানো নারে মন তার কী দুর্দশা
আছে অটলরূপে সাঁই, ভেবে দেখলাম তাই সেই রূপের নিত্যলীলা নাই
Bangla Quote by Lalon Shah
কতো কামী লোভী পরেছে ধরা চার খাইবার আশে
দেখলেরে চমৎকার প্রাণ বাঁচা ভার সেই ফাঁদে যে পরেছে।
যে জন পঞ্চতত্ত্ব যজে লীলারূপে মজে সেই জানে রসিক রাগের ধারা
কী বলবো সেই ফাঁদের কথা কাক মারিতে কামান পাতা আরম্ভ করেছে।
স্বরপের ঘরে অটলরূপ বিহারে চেয়ে দেখ না তোরা, ফনি মণি জিনি রূপের বাখানি আছে দুইরূপে একরূপ হল করা।
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে দেয় চাঁদের খেওয়া দেওয়া।
কতো কামী লোভী পরেছে ধরা চার খাইবার আশে।
আমার জনম গেলো তোমার আশে তুমি দাও হে দেখা অন্তিমে এসে
মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে সে কি অন্য তত্ত্ব মানে !
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।সামান্যে কি তার মর্ম জানা যায়। হৃদকমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয়