Pohela Boishakh এর শুভেচ্ছা জানান প্রিয়জন কে। এখানে পহেলা বৈশাখের (শুভ নববর্ষের) কিছু নতুন শুভেচ্ছা বাণী দেওয়া হল।
একনজরে
পয়লা বৈশাখে প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছাবার্তা
বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে । শুভ নববর্ষ
পুরানো সব স্মৃতি করে ফেল ইতি,
পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট,
পুরানো সব বেদনা আর মনে রেখ না,
পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ,
সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ
নতুন পোশাক নতুন সাঁজ।নতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি।শুভেচ্ছা জানাই রাশি রাশি। শুভ নববর্ষ
মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম। শুভ নববর্ষ
আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর! শুভ নববর্ষ
উদীত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দধারায় সবাই হবে বাধনহারা। দিনটি হক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ নববর্ষ
Pohela Boishakh wishes in Bengali Language
পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ, নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান, এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ
নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বষড় সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈসান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ
ইচ্ছে গুলো আকাশ ছোল, ভাসলো মেঘের সারি খুশির ঝরে তেপান্তরে হৃদয় দিল পারি। মনের মাঝে সেতারা বাজে, খুশিতে মন সাজে নববর্ষ হোক রঙিন এই কামনাতে। শুভ নববর্ষ
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ
দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা। নববর্ষের এটাই আমার প্রত্যাশা। শুভ নববর্ষ
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ
Pohela Boishakh wishes
ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে। শুভ নববর্ষ
নতুন বছর, নতুন ভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালবাসায়, নতুন সম্ভাবনায়, নতুনত্ত ছুয়ে যাক তোমার হৃদয়। শুভ নববর্ষ
রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে, নতুন আলোয় নতুন ভোরে দুখঃ যাবে ভূলে, ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ, এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস! শুভ নববর্ষ
আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই, শুভ নববর্ষ
এসো হে বৈশাখ এসো এসো, আগামীটা সকলের ভাল কাটুক। নতুন বছরের শুভেচ্ছা।
সুখের স্মৃতি রেখ মনে, মিশে থেক আপন জনে , মান অভিমান সব ভুলে , খুশির প্রদীপ রেখ জেলে ,হাজার সূর্য তোমার চোখে, বন্ধু তুমি থেক সুখে। শুভ নববর্ষ
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ
Pohela Boishakh wishes in Bangla
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিপাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ
তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ
তিন জন লোক তোমার ফোন নম্বর চাইছিল। আমি দিইনি, কিন্তু ঠিকানাটা দিয়েই দিলাম। ওরা এই নববর্ষে তোমার বাড়ি যাচ্ছে।ওরা হলো সুখ, শান্তি আর সমৃদ্ধি। শুভ নববর্ষ
মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম। শুভ নববর্ষ
পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ
Pohela Boishakh whatsapp status Bangla
মনে আসুক বসন্ত,সুখ হোক অনন্ত! স্বপ্ন হোক জীবন্ত, আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত। শুভ নববর্ষ
বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রিস্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল। শুভ নববর্ষ
ইলিশ মাছের ৩০ কাঁটা
বোয়াল মাছের দাড়ি
বৈশাখ মাসের ১ তারিখে
আইসো আমার বাড়ি
ছেলে হলে পানজাবি
মেয়ে হলে শাড়ি
করব বরন বন্ধু তোমায়
আইসো আমার বাড়ি
আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল
বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। শুভ নববর্ষ
ফিরে ফিরে বারবার সে এসেছে প্রতিটি বারে সেই সে নবীন পহেলা বৈশাখ। শুভকামনায় নববর্ষ রঙিন
নতুন বছর, নতুন ভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালবাসায়, নতুন সম্ভাবনায়, নতুনত্ত ছুয়ে যাক তোমার হৃদয়। শুভ নববর্ষ
তোরাই আমার বন্ধু যে,তোরাই আমার ডিয়ার,তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ !. bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা,নতুন বছরের,নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা। শুভ নববর্ষ
ভুল কে আজ দাও ছুটি,বিবাদ কে আজ দাও বিদায়। মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজবন্ধু কর। এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই, ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার নববর্ষ
শুভ পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা
ফুল ফুটেছে বনে বনে, ভাবছি তোমায় মনে মনে, বলছি তোমার কানে কানে। শুভ নববর্ষ
একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে। শুভ নববর্ষ
পান্তা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ, নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো। শুভ নভবর্ষ
নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচছা।
বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে । শুভ নববর্ষ
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ
আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই, শুভ নববর্ষ।
তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ
পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা
রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে, নতুন আলোয় নতুন ভোরে দুখঃ যাবে ভূলে, ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ, এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস! শুভ নববর্ষ
সুখের স্মৃতি রেখ মনে, মিশে থেক আপন জনে , মান অভিমান সব ভুলে , খুশির প্রদীপ রেখ জেলে ,হাজার সূর্য তোমার চোখে, বন্ধু তুমি থেক সুখে। শুভ নববর্ষ
নতুন বছর, নতুন ভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালবাসায়, নতুন সম্ভাবনায়, নতুনত্ত ছুয়ে যাক তোমার হৃদয়। শুভ নববর্ষ
মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম শুভ নববর্ষ
উদীত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দধারায় সবাই হবে বাধনহারা। দিনটি হক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ নববর্ষ
নতুন আশা নতুন প্রান
নতুন হাসি নতুন গান
নতুন সকাল নতুন আলো
নতুন দিন হোক ভালো
দুঃখকে ভুলে যাই
নতুনকে স্বাগত জানাই
শুভ নববর্ষ
আগের সব কষ্ট , করে ফেল নষ্ট । নতুন দিনে সবার প্রাণে , কেউ রেখনা দুঃখ মনে। শুভ হোক নতুন দিন, খুশি থাকো সারা দিন। শুভ নববর্ষ
আম পাতা জোড়া জোড়া, নতুন সব দিচ্ছে সাড়া , ভাল থেকো , সুখে থেকো , আর আমার কথাটি মনে রেখ। শুভ নববর্ষ
শুভ নববর্ষ শুভেচ্ছা বার্তা
আবার এল বৈশাখ শুরু হল নতুন এক বর্ষের যাত্রা, এই নতুন বছরের অনেক শুভ কামনা জানাই তোমায় যেন এই নতুন বছর তোমার জীবনে বয়ে আনে অনেক সুখ সমৃদ্ধি ও সাফল্য শুভ নববর্ষ
ইচ্ছে গুলো আকাশ ছুলো, ভাসলো মেঘের সারি খুশির ঝরে তেপান্তরে হৃদয় দিল পারি। মনের মাঝে সেতারা বাজে, খুশিতে মন সাজে নববর্ষ হোক রঙিন এই কামনাতে। শুভ নববর্ষ
আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর! শুভ নববর্ষ
মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম শুভ নববর্ষ
স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাসাও রঙিন ভেলায়। ফিরে চল মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রানে, খুঁজে নাও বাচার মানে। শুভ নববর্ষ
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।বাউল গানের তালে তালে, নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে বাংলা মাটির পথটি জুড়ে। শুভ নববর্ষ