৫ নভেম্বার মুক্তি পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজার নতুন মিউজিক ভিডিও চোখে চোখে। যেখানে মডেল হিসেবে থাকছেন এই সময় এর জনপ্রিয় অভিনেত্রি ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি।
Imran and Dighi’s new song is Cokhe Chokhe
বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান মাহমুদুল নিজে। বুধবার ১ নভেম্বার ২০২৩ ইমরান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এ একটি পোস্ট এর মাধ্যমে জানিয়েছেন এ বিসয়ে।
গানটিতে মডেল হিসেবে থাকছেন দীঘি, পুজা ও গায়ক ইমরান নিজেই। গানটির ডিরেক্টর হিসেবে আছেন Prekkha Greehoo Visual Factory এর শাহরিয়ার পলক এবং লেবেল এ আছে CMV। দীর্ঘ ৫ বছর পর একসাথে গান গাইছেন ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা। এর আগে দূরে দূরে, কেন বারে বারে, মানেনা মন, বলব তোকে আজ এর মত হিট গান উপহার দিয়েছেন এই জুটি। গানটির সুর এবং সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজে। গানটি লিখেছেন পীযূষ দাস ।
View this post on Instagram
বর্তমানে মুজিব: একটি জাতির রূপকার সিনেমা টিতে তরুণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করে দেশব্যাপী আলোচনাই আছেন দীঘি।
সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিছু ছবি