ডানকি টিজার রিলিজ ডেট: শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমা নিয়ে সবাই খুব উচ্ছ্বসিত। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। সম্প্রতি ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ‘ডাঙ্কি’-এর টিজার প্রকাশের তারিখ।
এ বছর মুক্তি পাওয়া Shah Rukh Khan এর ছবি ‘পাঠান’ এবং ‘ জওয়ান ‘ দুটিই বক্স অফিসে বড়সড় হিট করেছে। এবার জানা গেল শাহরুখ এর পরবর্তী সিনেমা ‘ডানকি’ এর প্রথম ঝলক মুক্তির খবর। সিনেমাটিতে শাহরুখ এর সাথে অভিনয় করেছেন – তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ, দিয়া মির্জা ও আরও অনেকে।
Dunki Teaser Release Date – ডানকি টিজার মুক্তি পাবার তারিখ
বলিউড বাদশা শাহরুখ খান আজকাল তার আপকামিং সিনেমা ‘ডানকি’ নিয়ে শীর্ষ বিনোদন খবরে রয়েছেন। এটি হবে শাহরুখ খানের বছরের ৩য় ছবি। ২০২৩ সাল শুরু হয়েছিল শাহরুখ খানের ছবি ‘পাঠান’ দিয়ে। এই সিনেমাটি বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। এর পর মুক্তি পাওয়া ‘জওয়ান’ ছবিটিও ভালো পারফর্ম করেছে বক্স অফিসে। এবার তৃতীয় ছবি ‘ডানকি’ -এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। এরই মধ্যে ভক্তদের চমকে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন Shah Rukh Khan । শিগগিরই দর্শকরা দেখতে পাবেন ‘ডিঙ্কি’ ছবির টিজার।
বলা হচ্ছে, আগামী ২ নভেম্বর ২০২৩ শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পাবে শাহরুখ খানের ছবি ‘’ডানকি‘ –এর টিজার। সিনেমাটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর, ২০২৩।
2nd November ⏰#DunkiTeaser pic.twitter.com/1rusySdxVA
— ANMOL JAMWAL (@jammypants4) October 31, 2023
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
View this post on Instagram