বিয়ে করলেন বাংলাদেশ এর জনপ্রিয় ২ মুখ DJ Alvee এবং টিকটক স্টার Anamika Oyshe। আজ ৬ নভেম্বার ২০২৩ আলভী নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাদের বিয়ের একটি ছবি পোস্ট করেছেন।
আলভীর পোস্ট করা ছবির ক্যাপশন হল
আলহামদুলিল্লাহ ❤️21-03-2023
সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের অভিনন্দন জানাচ্ছেন হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারছি না তবে চেষ্টা করছি সবাইকে রিপ্লাই করারআমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের আগামী দিনগুলো অতি শান্তি এবং সুখের হয়, আমিন ।
আলভী এবং ঐশী ২ জনেই বাংলাদেশের মানুষের খুবই পরিচিত মুখ। তারা অনেক দিন ধরেই রিলেশনসিপ এ ছিলেন এবং আজ প্রথম তারা নিজেদের বিয়ের খবর প্রকাশ করলেন।
Anamika Oyshe বাংলাদেশের সেরা tiktok স্টার দের মধ্যে একজন। তার টিকটক একাউন্ট এ ৭.৫ মিলিয়ন এর বেশি ফলোয়ার আছে। এছাড়া Oyshe নাটক এবং মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।
Alvee এবং Anamika Oyshe এর রাধার কুঞ্জে গানটি ইউটিউব এ ১০ মিলিয়ন এর বেশি ভিউ পেয়েছে।
রাধার কুঞ্জে ছাড়াও তারা বেশ কিছু মিউজিক ভিডিও তে কাজ করেছেন যেমন Tumi Eshechile Porshu | কাল কেন আসোনি, রুপের জাদু। তাছাড়া ২ জনে একসাথে একটি নাটক ও করেছেন নাম তার ছেড়া বয়ফ্রেন্ড।
ঐশীর কিছু জনপ্রিয় নাটকঃ I am Pregnant, পিনিকের পার্টনার, ট্র্যাপ, ইনসাইড লাভ, বান্ধবীর বিয়ে, এ্যাকশন রোমিও, বরিশালের মুড়ির টিন, ছেলেটা ক্র্যাক, পুদা ভার্সেস অপুদি ও আরও অনেক। ঐশীর বেশির ভাগ নাটক Arosh Khan এর সাথে।
DJ Alvee অনেক দিন ধরেই বাংলাদেশ এর সেরা DJ দের একজন। তিনি বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন ভক্তদেরকে। Alvee এবং Oyshe অনেক আগে থেকেই টিকটক এ কাপল ভিডিও দিচ্ছিলেন। যা থেকে তাদের ভক্তরা এই দিন টির ই অপেক্ষাই ছিল।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।@anamikaoyshe0008 happy birthday to me❤️#anamikaoyshe #fyp @Alvee Al Berunee ♬ Guli Mata – Saad Lamjarred & Shreya Ghoshal & Rajat Nagpal