Shakib Al Hasan কে ৮২ রানে এবং Najmul Hossain Shanto কে ৯০ রানে আউট করে নিজের অপমান জনক টাইম আউট হওয়ার প্রতিশোধ নিল শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড় Angelo Mathews।
অপমানের প্রতিশোধ নিল Angelo Mathews
সাকিব কে আউট করার পর তোমার ফেরার টাইম হয়েছে এমন ইঙ্গিত করে অ্যাঞ্জেল ম্যাথিওস।
🚨 In the end, revenge is taken by Angelo Mathews.
But Shakib’s batting today >>>#BANvSL | #AngeloMathews pic.twitter.com/l5qFhlJImk
— Haroon 🏏🌠 (@HaroonM33120350) November 6, 2023
ঘটনাটি ঘটেছিল শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে যখন সাকিব আল হাসান সবেমাত্র Sadeera Samarawickrama কে আউট করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম ক্রিকেটার হয়েছিলেন ম্যাথুস।
আইসিসি খেলার শর্তানুযায়ী দুই মিনিটের মধ্যে তার প্রথম বলের মুখোমুখি হতে না পারায় বাংলাদেশ এর ক্যাপ্টেন সাকিব আল হাসান আম্পাইর এর কাছে টাইম আউট এর আবেদন করলে ICC এর নিয়মে অ্যাঞ্জেলো ম্যাথুসকে আউট দেয়া হয়। যা ক্রিকেট ইতিহাসে এই প্রথম।
আসলে এখানে Mathews এর দোষ ছিল না কারন মাঠে নেমেই তিনি লক্ষ করেন তার হেলমেট এর বেহাল দশা, সেটিকে পরিবর্তন করতে চেয়েছিলেন তিনি।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।