সুধা মূর্তি যিনি বিবাহের পূর্বে ছিলেন সুধা কুলকার্নি। ১৯২১ সালের ১৯শে আগস্ট কর্ণাটকের শিগগাঁওতে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সুধা। পিতা ডাঃ আর এইচ কুলকার্নি এবং তার মা বিমলা কুলকার্নি।
সুধা মূর্তি বিয়ে করেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তিকে (ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ী)। এই দম্পতির দুটি সন্তান আছে অক্ষতা এবং রোহন। তার মেয়ে অক্ষতা তার স্ট্যানফোর্ডের সহপাঠী, এক ব্রিটিশ ভারতীয়, ঋষি সুনাককে বিয়ে করেন ২০০৯ সালে। ঋষি সুনাক বর্তমানে (২৯ অক্টোবর ২০২৩) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
সুধা মূর্তি একজন প্রকৌশলী শিক্ষক এবং লেখিকা। টাটা কোম্পানির অন্তর্গত (টেলকো) -এ নিয়োগকৃত প্রথম মহিলা কর্মী ছিলেন সুধা মুর্তি। এত প্রতিভাশালী হওয়া সত্তেও তার মধ্যে কোন অহংকার নেই। তিনি একটি শো তে বলেন, তিনি যখন বিমানে বিজনেস ক্লাসে ভ্রমন করেন অনেকে সরু চোখে তাকাই তার দিকে। তার জীবন যাপন একটি সাধারন গ্রাম্য মহিলার মত।
নিজে প্রকৌশলী শিক্ষক এবং লেখিকা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর শাশুড়ি এবং ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ীর স্ত্রী হওয়া সত্তেও তার মধ্যে কোন অহম নেই।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।