আজ মালাইকা অরোরার জন্মদিন এবং তিনি তার অনবদ্য স্টাইল এবং ওয়াইনের মতো যৌবনের জন্য পরিচিত! কিন্তু তার সুন্দর চেহারা এবং ক্যারিশমা ছাড়াও, মালাইকার প্রেম জীবন সবসময় তার ভক্তদের আগ্রহের জন্ম দেয়!
Arjun Kapoor এবং Malaika Arora এর মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক ছিল সে সকল বলিউড প্রেমীদেরই জানা আছে। আবার এও জানা আছে তাদের বয়স এর পার্থক্য কতটা। আরজুন কাপুর এর বয়স ৩৮ বছর এবং মালাইকার বয়স ৫০ বছর (২০২৩ সাল অনুযায়ী)।
অনেক নিউজ পেপার এর মত অনুযায়ী তাদের ২ জনের মধ্যে ব্রেকাপ হয়ে গেছে। এছাড়া বলিউড পাড়াতেও তাদের আর একসাথে দেখা যায় না। কি কারনে তাদের মধ্যে হটাত করেই ব্রেকাপ হল ট্যাঁ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানা যাইনি।
তবে ব্রেকাপ হলে কি হবে মালাইকা অরোরার জন্মদিনে তার সাবেক প্রেমিক আরজুন কাপুর উইশ করতে ভুল করেননি। জি হ্যাঁ, আরজুন তার নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম পেজ থেকে জন্মদিনের উইশ করেছেন। যদিও মালাইকার সাবেক স্বামী আরবাজ খান এর পক্ষ থেকে কোন উইশ আসেনি এখনও।
View this post on Instagram
লেখাটি পড়ার পর আপনার অনুভূতি প্রকাশ করুন নিচের যেকোনো একটি ইমোজিতে ট্যাপ দিয়ে।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.