কিছুদিন আগেই কুষ্টিয়াতে হয়ে গেলো লালন মেলা বা দোল পূর্ণিমা উৎসব। এই মেলাতে দেশ বিদেশ এর সকল লালন ভক্ত গন আসেন।
২০২৩ এর অক্টোবর মাসের দোল পূর্ণিমা উৎসবে ডিবি পুলিশ এর সামনে গাঁজা সেবন করে ভাইরাল হয়েছেন আক লালন ভক্ত।
ছবিটিতে দেখা যায় কিছু মানুষ লালন এর আখরাই গাঁজা সেবন এ এতই ব্যস্ত যে তাদের পেছনে একজন আইন শৃঙ্খলা বাহিনির একজন দাড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখছে তা তাদের চোখেই পরছে না। মুহূর্তেই এই ছবিটি নেট দুনিয়াতে ভাইরাল হয়ে যায়।
বোল্ড বাংলার খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।